![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/4686355b-b316-428d-a45a-2d095c81854c_nn-2.jpg)
নাইজেরিয়ার আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে ‘মামা আফ্রিকা’ নামে ১০২ বছর বয়সী এক নারী দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ননই জোসেফিন এজিয়ানিয়াচে নামের ওই নারী দেশটির সবচেয়ে বড় টেলিভিশন নেটওয়ার্ক এনটিএর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন।
তিনি ইজিয়ানিয়াচে আনামব্রা রাজ্যের আগুয়াতায় বাস করেন। ‘ভয়েস ফর সিনিয়র সিটিজেনস অব নাইজেরিয়া’ গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। ওই নারী বলেন, ‘নির্বাচিত হলে সঠিক নেতৃত্ব দিয়ে নাইজেরিয়ার হাল ধরবেন’। নাইজেরিয়ার প্রেসিডেন্ট পদে এখন পর্যন্ত প্রায় ১০ রাজনীতিবিদ লড়ার ঘোষণা দিয়েছেন।
আগামী বছরের প্রথম দিকেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বয়সের ঊর্ধ্বসীমা নেই। ২০১৮ সালে পাস হওয়া আইনে রাষ্ট্রপতি প্রার্থীদের ন্যূনতম বয়স ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।