ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে একটি প্রস্তাব পাস হওয়ার একদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চতুর্থ সপ্তাহে পা দেওয়ার পর বুধবার পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন তিনি। খবর আনাদোলু ও বিবিসির।

বাইডেন বলেন, আমি মনে করে তিনি (পুতিন) একজন ‘যুদ্ধাপরাধী’।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

ভাষণ দেওয়ার মাঝে কংগ্রেসে উপস্থিত সংসদ সদস্যদের একটি ভিডিও দেখান জেলেনস্কি। যে ভিডিওতে ছিল ইউক্রেনের মানুষের দুর্দশা ও যুদ্ধের ভয়াবহতা।

জেলেনস্কির দেখানো ওই ভিডিওটি দেখে কংগ্রেসের সদস্য অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যরা অনেকেই কেঁদেছেন।

গণমাধ্যম সিএনএনকে মাইকেল ম্যাকল নামে একজন সদস্য বলেন, ভিডিওটি চলার সময় যেন মনে হচ্ছিল জার্মানির নাৎসিদের দেখছি। নাৎসিদের সঙ্গে মিল ছিল।

এদিকে মাইকেল ম্যাকল হলেন কয়েকজন সংসদ সদস্যের মধ্যে অন্যতম, যারা ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দিয়ে সহায়তা করতে জোর দিচ্ছেন।

 

কলমকথা / সাথী