বনিবনা হচ্ছিল না, তাই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি টানেন প্রেমিকা। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না প্রেমিক। নাছোড়বান্দা প্রেমিক তাই লুকিয়ে সাবেক প্রেমিকার বাসায় ঢুকতে যান।

আর অমনি তিনি আটকা পড়েন জানালার ফাঁকে! সম্প্রতি এই অদ্ভুত কাণ্ডটি ঘটে ইউক্রেনের খেরসন এলাকায়। গত আগস্টে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওই যুবকের সঙ্গে সাবেক প্রেমিকা আর সম্পর্ক রাখতে চায় না।

মেয়েটি তাকে ফিরিয়ে দিয়েছে। তাই তার সঙ্গে লুকিয়ে জানালা দিয়ে দেখা করতে যায় ওই যুবক। আর তখনই জানালার ফাঁকে আটকা পড়েন। সেখানে কয়েক ঘণ্টা আটকে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করেন।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মেয়েটি বাড়িতেই ছিলেন। সাবেক প্রেমিককে জানালায় আটকে চিত্কার করতে দেখে অবাক হন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ওই তরুণী। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।