বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
দিন দ্যা ডে ছবির প্রচারে মালয়েশিয়ায় অবস্থান করেছেন বাংলাদেশের জনপ্রিয় জুটি অনন্ত -বর্ষা। ১৪ সেপ্টেম্বর বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুর ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন, এ সময় সংবাদ সম্মেলনে দিন দ্যা ডে ছবিটি প্রবাসীদের উৎসর্গ করেন অনন্ত- বর্ষা।
মালয়েশিয়ার স্থানীয় সাংবাদিকদের ছবির বাজেট নিয়ে প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন সিনেমাটিতে বাংলাদেশের যে কোন সিনেমার থেকে এই সিনেমায় একটু বাজেট বেশি লেগেছে। কারণ অভিনয়ের জন্য বাংলাদেশসহ ৪ টি রাষ্ট্রের যেতে হয়েছে এবং হেলিকপ্টার, এয়ারক্রাফট এর মত গুরুত্বপূর্ণ জিনিস পত্র ব্যবহার করতে হয়েছে।
এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন মালয়েশিয়া ছাড়াও আগামীতে দুবাই ,ওমান সহ বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পাবে ইনশাআল্লাহ।
প্রবাসীদের নিয়ে সিনেমা করার পরিকল্পনার কথা জানান অনন্ত জলিল
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন
দাতু জুল কিফলির নেতৃত্বে মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর এসোসিয়েশনের প্রযোজক, অভিনেতা অভিনেত্রী, প্রবাসী ব্যবসায়ী ও দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের ডাইরেক্টর মোস্তাফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ড. হালিমা সাদিয়া এবং ডেইলি সংবাদের এডিটর সালাহউদ্দিন আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।