বিয়ের প্রথম দিনেই ফুলশয্যা বাদ দিয়ে অস্ত্র হাতে দেশরক্ষায় নেমেছে এক ইউক্রেনীয় দম্পতি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘণ্টা পরই বিয়ে করেন ইয়ারনা এরিয়েভা এবং সাভিয়াতটসলাব ফুরসিন নামের এই প্রেমিক যুগল। তবে বিয়ের প্রথম দিনটি তাদের অতিবাহিত হয়েছে রাইফেল সংগ্রহ এবং ইউক্রেনকে রক্ষার প্রস্তুতির কাজেই।
সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরিয়েভা এবং ফুরসিন উভয়ই ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি শাখা এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত। অস্ত্র নিয়ে এই দম্পতি তাদের রাজনৈতিক দল ইউরোপীয় সলিডারিটি অফিসের দিকে রওনা হন।
তারা বলেন, এই মুহূর্তে আমরা যা করতে পারি তা করছি। আমাদের অনেক কাজ করতে হবে। অবশ্য আমরা আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। ইয়ারনা এরিয়েভা আরও জানান, কিছু বেসামরিক নাগরিক যারা এই প্রতিরক্ষা বাহিনীর অংশ নয় তাদেরও রাইফেল দেওয়া হয়েছে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।