ফেসবুকে আসক্তি কমাতে নিজেকে শাস্তি দেওয়ার পথ বেছে নিয়েছেন এক ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা। প্রতিবার ফেসবুকে ঢুকলেই তাকে থাপ্পড় মারার জন্য একজন কর্মী নিয়োগ করেছেন তিনি!

‘পাভলক’ (পরিধানযোগ্য ডিভাইস ব্র্যান্ড) এর প্রতিষ্ঠাতা মনীশ শেঠী কারা নামের এক নারীকে নিয়োগ দিয়েছেন তাকে থাপ্পড় মারতে। কারার দায়িত্ব মনীশের পাশে বসে থেকে তার ডিভাইসের স্ক্রিন তদারকি করা। সেইসঙ্গে তিনি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারছেন কি না সেদিকে নজর রাখা। এ কাজের জন্য ঘণ্টায় ৮ ডলার করে পাবেন তিনি।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ২০১২ সালে ক্রেইগলিস্টে নিজের এই অস্বাভাবিক উদ্যোগের জন্য কর্মী চেয়ে বিজ্ঞাপন দেন মনীশ। বিজ্ঞাপনে শর্ত হিসেবে লেখা ছিল, ‘যখনই আমি সময় নষ্ট করবো, আপনার কাজ হবে আমায় বকাঝকা করা কিংবা থাপ্পড় মারা।’

মনীশ শেঠীর এই উদ্যোগের প্রশংসা হিসেবে তার ছবিতে দুটি আগুনের ইমোজি দিয়েছেন টেসলার সিইও ও বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার ইলন মাস্ক।

মাস্কের কাছ থেকে এমন সাড়া পাওয়াকে এখনো মেনেই নিতে পারছেন না মনীশ। বুধবার (১০ নভেম্বর) এর প্রত্যুত্তরে টুইটারে তিনি লিখেন, ছবির লোকটা তো আমি।

ইলন মাস্ক আমায় দুটি ইমোজি দিয়েছেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এর মানে কি আমি ইকারাসের ডানায় ভেসে সূর্যের খুব কাছে চলে গেছি? মাস্ক কি তার আগুনের ইমোজি দিয়ে এটাই বুঝিয়েছেন? সময়ই তা বলে দেবে!