করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৮৫ জন। এর আগে (বৃহস্পতিবার) ৪ লাখ ৭৯ হাজার ৬২ জন শনাক্ত এবং ৭ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বেজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২১৭ জন।
যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।