আফগানিস্তানের মাজার-ই-শারিফ নিবাসী ভারতীয়দের ফেরার বিমানে উঠতে অনুরোধ করল ভারত। মাজার-ই-শারিফ থেকে ‘বিশেষ বিমান’এ দিল্লির উদ্দেশ্যে রওনা হতে অনুরোধ করা হয়েছে ভারতীয়দের।
আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করছে তালিবানেরা। সোমবারই সশস্ত্র সংগঠন জানায়, এরপর তাঁদের লক্ষ্য রয়েছে মাজার-ই-শরফে। তালিবানদের এক মুখপাত্র সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছে, তারা শহরের চারিদিকের এলাকা ইতিমধ্যেই দখল করতে শুরু করেছে।
আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে মাজার-ই-শরিফে কনস্যুলেটে কর্মরত ভারতীয় কর্মচারীদের দ্রুত ফিরিয়ে আনাই লক্ষ্য রয়েছে ভারতের। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তালিবানরা ক্রমশই নিজেদের দখলে নিচ্ছে একের পর এক এলাকা। গত তিন দিনে আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালিবানরা। এই কারণেই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত।
বিস্তারিত আসছে…
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।