কিরগিজিস্তান, মরিশাস এবং মঙ্গোলিয়া সহ আরও পাঁচটি দেশ ভারতের কভিড-১৯ টিকা সনদকে স্বীকৃতি দিয়েছে। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র অরিন্দম বাগচী এক টুইটে এ কথা জানান।

নতুন স্বীকৃতি দেওয়া অন্য দুটি দেশ হল ফিলিস্তিন ও এস্তোনিয়া। এর আগে পূর্ব ইউরোপের কয়েকটি দেশসহ ৩০টি দেশ ভারতের করোনা টিকা সনদকে স্বীকৃতি দিয়েছে। টুইটারে অরিন্দম দাস বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই দেশগুলো ভারতের টিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।

সংস্থা সূত্রে জানা গেছে, এর আগে যে দেশগুলি ভারতের সঙ্গে পারস্পরিক স্বীকৃতির বিষয়ে একমত হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুশ, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়া। অস্ট্রেলিয়া সরকারও ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’-কে দেশে ভ্রমণকারীদের দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছিল।