‘বুল্লি বাই’ নামের অ্যাপে ১১২ মুসলিম নারীর ছবি প্রকাশ করে তাদের বিক্রির জন্য নিলামে তোলার ঘটনায় ‘মূল পরিকল্পনাকারী’কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের আসাম থেকে ঘটনার পরিকল্পনাকারীকে আটক করেছে পুলিশ।
তার নাম নীরজ বিষ্ণোই। ২১ বছর বয়সী নীরজ ভোপালে অবস্থিত ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র। এ ঘটনায় মোট চারজনকে আটক করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, গিটহাবে ‘বুল্লি বাই’ অ্যাপটি তৈরির পরিকল্পনায় ছিলেন নীরজ বিষ্ণোই। পরে তিনিই অ্যাপটি তৈরি করেন। এর আগে বুধবার (৫ জানুয়ারি) মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে বলেন, অ্যাপে মুসলিম নারীদের নিলামে তোলার ঘটনায় জড়িত সন্দেহে ভারতে তিনজনকে আটক করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আটক দুই তরুণের মধ্যে একজনের বয়স ২০ বছর, আরেকজনের ১৮ বছর। আটক আরেকজন নারী। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।