আইএনএস বিশাখাপত্তনম নামের নতুন এক শক্তিশালী যুদ্ধজাহাজ ভারতের নৌবহরে যুক্ত হলো। ১৬ টি ব্রাহ্মস মিসাইল দিয়ে সজ্জিত এই জাহাজটি রোববার (২১ নভেম্বর) উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় তিনি চীনকে ইঙ্গিত করে বলেন, সমুদ্র আইনের ইচ্ছে মতো ব্যাখ্যা দেয়ার দিন শেষ।
এখন যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ভারত। সমুদ্রসীমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে নতুন এই মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজের যাত্রা শুরু করলো ভারত। প্রায় সাড়ে ৭ হাজার টন ওজনের এই জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের নৌবাহিনী জানায়, এটি থেকে ছোঁড়া স্বল্প পাল্লার র্যামজেট সুপারসনিক ক্রুজ মিসাইল আকাশের যেকোনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম।
ধ্বংস করতে পারবে শত্রুপক্ষের ছোঁড়া মিসাইল, ড্রোন এবং যুদ্ধবিমানও। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলছেন, তাদের ৪১টি জাহাজ এবং সাবমেরিনের মধ্যে ৩৯টিই নিজেদের শিপইয়ার্জে তৈরি করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।