বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশে টিকা রপ্তানি শুরু করেছে ভারত। অন্য দেশগুলো হলো মিয়ানমার, নেপাল ও ইরান। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য জম্মুতে নৈশকালীন নতুন কারফিউ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এ বছর এপ্রিল-মে সময়ে ভারতে দ্বিতীয় দফা করোনা ঢেউ আঘাত হানে। তাতে ভয়াবহ এক অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার টিকা রপ্তানি বন্ধ করে দেয়। তবে অ্যাক্সিওস ওয়েবসাইটকে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আধার পুনাওয়ালা এ সপ্তাহে বলেছেন, তিনি আশা করছেন কোভিশিল্ড নামের টিকার ডোজ আফ্রিকার দেশগুলোতে পৌঁছে যাবে শিগগিরই।

কারণ, ভারত এরই মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটিজে রপ্তানি শুরু করেছে। এর মধ্যে প্রথম ডোজের লট আফ্রিকায় অবতরণ করেছে। আধার পুনাওয়ালা বলেন, আমি মনে করি ১০ই নভেম্বরের মধ্যে প্রথম ডোজ সরবরাহ পৌঁছে যাওয়ার কথা আফ্রিকায়।