মালয়েশিয়ার মালাকায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন চার তারকা মানের এমএম হ্যারিটেজ নামের একটি আবাসিক হোটেল। গত শুক্রবার বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এমএম গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী মামুন বিন আব্দুল মান্নান।
এ সময় এমএম গ্রুপ অব কোম্পানির পরিচালক হাজ্জা মাস পুস্পা ওয়াতি বিনতে হাজি সেলিম, এমএম হ্যারিটেজের জেনারেল ম্যানেজার ইজোয়ান, প্রজেক্ট ম্যানেজার আজমান, মালাক্কা রাজ্যর প্রশাসনিক কর্মকর্তারাসহ মাদ্রসা ও এতিমখানার প্রায় সহস্রাধিক ছাত্র দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
মালাকার দর্শনীয় স্থান দৃষ্টিনন্দন ‘মসজিদ সেলাত’ এলাকায় গড়ে ওঠা ২০৬ কক্ষের এই হোটেলে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান এবং সুইমিং পুল।
আছে জিম এবং আধুনিক মানের সুসজ্জিত ক্যাফে। প্রকারভেদে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে হোটেলটিতে এবং ভাড়াও ভিন্ন ভিন্ন। হোটেলটিতে এক রাতের জন্য দুইশত রিঙ্গিত থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার ৮০ রিঙ্গিতের মধ্যে মিলবে রুম।
তবে মামুন বলেন বাংলাদেশীদের জন্য সব সময় বিশেষ ছাড় থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।