বেঁচে আছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন।
২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহাথিরের মৃত্যুর গুজব ওঠে। তবে স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার চিকিৎসকদের বরাত দিয়ে দিয়ে জানিয়েছে, এটি ভিত্তিহীন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। ৯৬ বছরের মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।