![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/image-68140-400x225.jpg)
ডেস্ক।।
আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমার পুলিশ। এ বিষয়ে তদন্তের জন্য সু চিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক রাখা হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি থানা থেকে পাওয়া নথি বার্তা সংস্থা রয়টার্স দেখেছে বলে জানিয়েছে।
নথিতে বলা হয়, সু চির বাসভবন তল্লাশি করে সেনা কর্মকর্তারা রেডিও খুঁজে পেয়েছেন, যা অবৈধভাবে আমদানি করা হয়। এ ধরনের রেডিও ব্যবহারের অনুমতিও ছিল না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।