তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে জাপানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।
এক ভিডিও বার্তায় চীন জানিয়েছে, তাইওয়ানকে সাহায্য করলে জাপানের উপর পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না চীন। ওই ভিডিওতে আরও বলা হয়েছে, তাইওয়ান চীনের অংশ। দ্বীপরাষ্ট্রটিকে মুক্ত করার অভিযান চালাবে বেজিং। আর সেই কাজে বাধা দিলে যুদ্ধ হবে। তার ফল ভোগ করতে হবে টোকিওকে।
তাইওয়ান নিউজ জানিয়েছে, রোববার ইউটিউবের মতো চীনের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম ‘শিগুয়া’তে ওই ভিডিও আপলোড করা হয়।
ভিডিওতে বলা হয়েছে, জাপান যদি তাইওয়ানকে সাহায্য করে তাহলে পরমাণু বোমায় তার জবাব দেওয়া হবে। চীন যদিও যুদ্ধে ফার্স্ট নিউক্লিয়ার স্ট্রাইক’ বা প্রথম আণবিক হামলা না চালাতে বদ্ধপরিকর। কিন্তু জাপান এক্ষেত্রে ব্যতিক্রম।
প্রসঙ্গত, তাইওয়ান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।