![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/1a7948fb-7d7d-4d14-8253-0971cb96e2f3_wl.jpg)
রাশিয়া নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া নয় বরং ইউক্রেনই হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনকে আগ্রাসী হিসেবে চিত্রিত করে বলা হচ্ছে, পশ্চিমাদের উসকানিতে ইউক্রেন সরকার রাশিয়ার প্রতি অন্ধ বিদ্বেষ নিয়ে পরিচালিত হচ্ছে।
পশ্চিমা নিয়ন্ত্রিত বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গণমাধ্যমে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের শঙ্কা প্রত্যাখ্যান করা হয়েছে। গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জমায়েত রাখার বিষয়টি আক্রমণের আশঙ্কা তৈরি করেছে। যদিও রাশিয়া বরাবরই আক্রমণের পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছে।
এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় রুশ হামলার সম্ভাব্য সময় সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালাতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।