২০২২ বিশ্বকাপের পরই কি অবসর নেবেন নেইমার? কদিন আগে দিয়েছেন এমন ইঙ্গিত। ব্রাজিলের জার্সির অনন্ত চাপটা বেশি হয়ে যাচ্ছে তাঁর জন্য। তবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নামার আগে সতীর্থরা সাহস জোগালেন এই তারকাকে। জাতীয় দল ও ক্লাব ফুটবলে নেইমারের সঙ্গে খেলা থিয়াগো সিলভা এক সংবাদ সম্মেলনে বলেছেন,
‘আশা করছি আনন্দটা হারিয়ে ফেলেনি নেইমার। দারুণ প্রতিভার ছেলে ও। যখন মেজাজে থাকে তখন মাঠে যা খুশি করতে পারে।’ কদিন আগেও ইনস্টাগ্রামে সিলভা লিখেছিলেন, ‘তোমার পাশে শক্ত কাউকে দরকার হলে জেনে রেখো আমি থাকব সব সময়। পুরো সিলভা পরিবার তোমার সঙ্গে আছে।’ ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে খেলা ব্রাজিলীয় স্ট্রাইকার রিচার্লিসনও সহমর্মিতা জানালেন নেইমারকে।
টুইটারে রিচার্লিসন লিখেছেন, ‘নেইমার, তুমি যদি স্বর্গে খেলো, তাহলে সেই ফুটবল দেখতে আমি মরতেও রাজি।’মিডফিল্ডার ফ্রেদ শুধু বিশ্বকাপের পর নয়, আরো অনেক দিন দলে চাইলেন নেইমারকে, ‘মেসি, নেইমার, রোনালদোর মতো খেলোয়াড়দের ওপর চাপ থাকে সব সময়। আমরা আরো অনেক দিন নেইমারকে চাই। ব্রাজিলের অন্যতম সেরা ও।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।