ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন যখন মাঠকর্মী! একসময় ভারতের ক্রিকেট বলতে মোহাম্মদ আজহারউদ্দিনের দল বলেই জানত সবাই। ৯০ শতকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতেন। হায়দরাবাদের এ ক্রিকেটার এখন ভারতের রাজনীতিতে বীরদর্পে ব্যাটিং করছেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদের সংসদ সদস্য তিনি। তবে এমন ব্যস্ততায়ও ২২ গজের ময়দান ছাড়েননি আজহারউদ্দিন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন এ মুহূর্তে।
আর সাবেক তারকা ও বর্তমান এমপিকে দেখা গেল মাঠকর্মী হয়ে কাজ করছেন! বুধবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে মোহাম্মদ আজহারউদ্দিনের এমন রূপা দেখলেন ক্রিকেট অনুরাগীরা। এদিন সেখানকার অনূর্ধ্ব-১৯ দলের যোগ্যতা অর্জনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে মাঠে হাজির ছিলেন আজহারউদ্দিন। কিন্তু বারবার বৃষ্টিতে খেলা থামিয়ে পিচ ঢাকতে হয়েছিল ত্রিপলে। এ জন্য মাঠকর্মীদের শ্রম দিতে হয়েছে অনেক। আর সভাপতি হয়ে শুধু নির্দেশনা দিয়েই দায় সারেননি আজহারউদ্দিন। নিজেও নেমে পড়েন মাঠে। পিচ বাঁচাতে মাঠকর্মীদের কাজে হাত লাগালেন তিনি। ভিজলেন বৃষ্টিতে।
বাকিদের সঙ্গে কভার টেনে এনে ঢাকলেন পিচ। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আজহারউদ্দিনের সেই মাঠকর্মী বেশে দায়িত্ব পালনের ছবি। প্রত্যেকেই ভারতের সাবেক অধিনায়কের এমন ভূমিকার প্রশংসা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, সত্যিকারের প্রশাসক কী রকম হয়, আজহারের এই ছবিই তার প্রমাণ। অনেকে তুলনা করে প্রশ্ন ছুড়েছেন— এমন দৃষ্টান্ত বর্তমান অধিনায়ক কোহলির থেকে পাওয়া যাবে কী?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।