সার্বিয়ার সোকো কয়লা খনির সুরঙ্গের কিছু অংশ ধসে কমপক্ষে ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস-এর বরাতে এই খবর দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১ এপ্রিল) ভোর ৫টার দিকে মধ্য সার্বিয়ার সোকো কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, এতে খনির সুরঙ্গের কিছু অংশ ধসে পড়লে শ্রমিকেরা ভেতরে আটকা পড়ে।
দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাক-এর মেডিকেল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ জানান, ১৮ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। এদিকে, দুর্ঘটনার সময় ৪৯ জন শ্রমিক খনির ভেতরে ছিলেন। তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।