সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে সিরিয়ার উপর নিয়মিতভাবে যে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তা উদ্বেগের সৃষ্টি করেছে।
তিনি বলেন, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হয়েছে এবং দ্রুত এই হামলা বন্ধ হতে হবে। রুশ রাষ্ট্রদূত আরো বলেন, ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়।
এতে সিরিয়ার আকাশ ব্যবহার করা বেসামরিক পরিবহনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর তিনি এসব কথা বলেন।
অজ্ঞাত একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার জানিয়েছিল, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।