সৃষ্টিশীল কর্মে বেঁচে থাকবেন সৌমিত্র: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।’
তিনি আরও বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
শোকবার্তায় শেখ হাসিনা সৌমিত্রের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্রের। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।