তীব্র জ্বালানি সংকটের মধ্যে ইরানের দিকে হাত বাড়িয়েছে লেবানন। দ্রুতই দেশটি থেকে জ্বালানি মধ্যপ্রাচ্যের সংকটে নিমজ্জিত দেশটিতে পৌঁছাবে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। সোমবার তিনি এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের। হিজবুল্লাহর প্রধান বলেন, ইরান থেকে আসা জ্বালানি ভর্তি জাহাজ বর্তমানে সিরিয়ায় রয়েছে। এ সপ্তাহের শেষের দিকে জ্বালানি লেবাননে পৌঁছাবে। এসব জ্বালানি গ্রহণ এবং সড়কপথে তা লেবাননে পাঠানোর পদক্ষেপ নেওয়ায় সিরিয়াকে ধন্যবাদ জানান নাসরাল্লাহ।
বৃহস্পতিবার নাগাদ জ্বালানি সিরিয়া থেকে লেবাননে আসবে বলে ধারণা করা হচ্ছে। নাসরাল্লাহ বলেন, আমাদের বলা হয়েছিল যে, এখানে জাহাজের আগমন (লেবাননে) দেশের ক্ষতি করবে এবং আমরা দেশের ক্ষতি করতে চাই না, তাই অন্য বিকল্প বেছে নিয়েছি।
হিজবুল্লাহর প্রধান জানান, ইরান থেকে দ্বিতীয় চালান ‘সামনের কয়েক দিনের’ মধ্যেই আসবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে মারাত্মক জ্বালানি তেলের সংকটে ভুগছে লেবাননের জনগণ। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে হাসপাতাল, বেকারি এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধের শঙ্কায় রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।