ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে জাভা দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বান্তেন প্রদেশে এ ভূকম্পন হয়। আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন অনেকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের ৩৭ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ভেঙে গেছে বেশকিছু স্থাপনা। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, উৎপত্তিস্থল বেশি গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। এছাড়া সুনামিরও কোনো সতর্কতাও নেই।

বি/ সুলতানা