বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশত যাত্রী। আহতের বেশ কয়কজনের অবস্থা গুরুতর।
রোববার (২৭ মার্চ) ভারতের অন্ধ্রপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তিরুপাতি পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, চালকের গাফিলতির কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে খাকতে পারে।
তিরুপাতি থেকে ২৫ কিলোমিটার ধরে বাকরাপেটাতে যাত্রবাহী বাসটি পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বাসটিতে উঠেন যাত্রীরা।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।