আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে প্রখ্যাত এক বিশেষজ্ঞ চিকিৎসককে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শনিবার ওই চিকিৎসকের ছেলে রোহিন আলেমি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাদের আলেমিকে দুই মাস আগে মাজার-ই-শরীফ থেকে অপহরণ করা হয়। এর পর অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে।খবর এবিসি নিউজের।
তিনি আরও বলেন, তাদের পরিবার সাড়ে তিন লাখ মার্কিন ডলারের সমপরিমাণ মুক্তিপণ দিলেও পরে অপহরণকারীরা আরও দ্বিগুণ মুক্তিপণ দাবি করে।মুক্তিপণ দেওয়া সত্ত্বেও অপহরণকারীরা আলেমিকে হত্যা করে এবং তার মরদেহ রাস্তায় ফেলে রাখে। অপহরণকারীরা ফোন করে জানিয়ে দিয়েছিল তার মরদেহ কোথায় পাওয়া যাবে।
রোহিন আলেমি বলেন, আমার বাবাকে নির্যাতন করা হয়েছে, তার শরীরে ক্ষতের চিহ্ন আছে। আলেমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি মাজার-ই-শরীফে সরকারের প্রাদেশিক হাসপাতালে কাজ করতেন। এ ছাড়া তিনি একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন। যেটিকে শহরের প্রথম বেসরকারি মনোরোগ ক্লিনিকও বলা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।