সম্প্রতি টেনিস কোর্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের টেনিস নারী সানিয়া মির্জা। গত সপ্তাহে নারী দ্বৈতের ম্যাচে হারের পরই নিজের এই কঠিন সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। তবে সিদ্ধান্তের এক সপ্তাহ পরই সেই সিদ্ধান্ত নিয়ে আফসোস ঝরে পড়ল তার কণ্ঠে।

গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া এবং রাজীব রাম ৪-৬, ৬-৭ (৫-৭) হেরে যান অস্ট্রেলীয় জুটি জেসন কুবলার এবং জেমি ফার্লিসের কাছে।

এই ম্যাচ হারার পরেই সংবাদ মাধ্যমে সানিয়া জানান, ‘সত্যি বলতে আমার মনে হচ্ছে, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’

 

কলমকথা/বি সুলতানা