মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ৫১ তম বিজয় দিবস পালন করল দূতাবাস। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সকাল ৯.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের মান্যরবর হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার।

এ সময় আলোচনা সভার সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাইদূর ইসলাম, রাষ্ট্র প্রতির বাণী পাঠ করেন রাজনৈতিক সচিব ফারাহানা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন জাহিদুর রহমান শ্রম কাউন্সিলর ২য়, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ফাষ্ট সেক্টেরি প্রনাব কুমার ঘোস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দেন রাষ্ট্র দূত গোলাম সারোয়ার এ সময় তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, বলেন মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আর প্রবাসীদের ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে আমরা এগিয়ে যাচ্ছি অর্থনীতি সমৃদ্ধ একটি রাষ্ট্ররে দিকে।

তাছাড়াও তিনি বলেন অবৈধ পথে টাকা পাঠালে দেশে কালোবাজারিদের সুবিধা তাতে করে নেষা দ্রব্য আমদানি করতে সুবিধা হয়, ফলে আমাদের ছেলে মেয়ে দিন শেষে নেশায় আসক্ত হয়ে পড়ে। অতএব দিন শেষে অবৈধ পথে টাকা পাঠালে আমরা নিজেরা ভুক্ত ভূগি হয়।

সভাপতির বক্তব্য তিনি মালয়েশিয়া থেকে দুই জন ব্যবস্যায়ী ও একজন রেমিট্যান্স পাঠানো বাংলাদেশ সরকার কতৃক সি আই পি মর্যাদা পাওয়ায় অভিনন্দন জানান। বিজয় দিবস অনুষ্ঠানে ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ সাধারণ প্রবাসী সহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।