আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে দিনাজপুর পুলিশের আনন্দ উদযাপন

মোঃ আফসার সোহাগ দিনাজপুর প্রতিনিধি:-

জাতিসংঘ কতৃক বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পাওয়ায় সারা দেশের ন্যায় আনন্দ উদযাপন করেছে দিনাজপুর পুলিশ ।গতকাল বিকেলে কোতয়ালী থানা চত্তরে আয়োজিত এ কর্মসুচি কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার মো: শাহ-জাহান ।কোতয়ালী থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিন,সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল,শহর আওয়ামীলীগের সভাপতি রায়হান কবির সোহাগ,সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু,মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম,বিশিষ্ট ব্যবসায়ী মোহন পাটোয়ারী,থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে ।সন্ধায় কর্মসুচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।