![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/f168667d-b6c0-4f57-bad4-7653b16e8578_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৯ জন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিস্ফোরকবাহী গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ঘানার পুলিশ জানিয়েছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। খনি থেকে ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণ ঘটে। এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের কারণে অন্তত ৫০০ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।
কলম কথা / বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।