আবারও মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাস বলছে, চলমান রাশিয়ান হামলা নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিতে ফেলেছে। যেটি মার্কিনিদের বসবাসের জন্য অত্যন্ত অনুপোযোগী। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে বসবাসরত মার্কিন নাগরিকদের ভ্রমণের পথ খুবই ঝুঁকিপূর্ণ বলে মার্কিন দূতাবাস সতর্ক করেছে।

দূতাবাস আরও বলছে, ইউক্রেনের রাস্তাগুলো জনাকীর্ণ, যুদ্ধ পরিচালনার জন্য বা সেতু এবং রাস্তাগুলোর ক্ষতির কারণে অবকাঠামোর অবনতি হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জানুয়ারি মাসের তথ্যমতে, ইউক্রেনে কতজন আমেরিকান বসবাস করছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।

অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ১৯তম দিন।

 

কলমকথা / সাথী