যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দিতে না পারার বিষয়টি এখন দেশবাসীর মেনে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য না।

আমরা এটা বুঝতে পারছি। আমাদেরই যথেষ্ট জনশক্তি রয়েছে। তিনি বলেন, আমরা অনেক বছর ধরেই শুনছি, আমাদের জন্য ন্যাটোর দরজা খোলা আছে। কিন্তু আমরা এটাও শুনেছি, ওই দরজা দিয়ে আমরা ঢুকতে পারবো না। এটা সত্য এবং এটাই বাস্তবতা।

জেলেনস্কি আরও বলেন, আমাদের জনগণ বিষয়টি বুঝতে শুরু করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার আলোচনা শুরু হওয়ার পর থেকে আপত্তি জানিয়ে আসছে পুতিনের রাশিয়া। শেষ পর্যন্ত কি রুশ প্রেসিডেন্ট পুতিনের ইচ্ছার কাছেই হার মানতে হচ্ছে জেলেনস্কির?

 

 

কলমকথা/ বিথী