আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন অর্থের সংকটে স্থগিত করতে যাচ্ছে সরকার। দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
আগামী ৯ মার্চ শ্রীলঙ্কায় স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনকে মনে করা হচ্ছিল বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য এক বড় পরীক্ষা। গত বছরের জুলাইয়ে ব্যপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে।
এর পরেই দায়িত্ব নেন রনিল। আদালতে জমা দেয়া দেশটির নির্বাচন কমিশনের নথিপত্রে বলা হয়েছে, রাজস্ব বিভাগ ব্যালট ছাপানোর তহবিল দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানি ও বুথের প্রতিরক্ষায় পুলিশ মোতায়েনসহ অন্যান্য খরচও পাওয়া সম্ভব হবে না।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার পুঞ্চিহেয়া বলেন, আমি সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখন আমি আদালতকে জানাচ্ছি, সরকার তহবিল না জোগাতে পারলে আমরা নির্বাচন করতে পারব না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।