আজারবাইজানের সাথে নতুনভাবে সীমান্ত সহিংসতায় প্রাণ হারালেন আর্মেনিয়ার ১৫ সেনাসদস্য। আরও ১২ জনকে করা হয়েছে বন্দি। মঙ্গলবার (১৬ নভেম্বর) আর্মেনীয় পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি জানায় প্রাণহানির এই তথ্য।
দুটি কমব্যাট পজিশন দখলের পাশাপাশি দুই সেনাসদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে আজারবাইজান। প্রতিবেশী দু’দেশই পরবর্তীতে রাশিয়ার প্রস্তাবিত অস্ত্রবিরতিতে রাজি হয়। আজারবাইজানের অভিযোগ, গেলো কয়েকদিন ধরেই সীমান্ত এলাকাগুলোয় উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলো আর্মেনিয়া।
হামলার উদ্দেশ্যে ঘটিয়েছে অনুপ্রবেশও। যা স্বীকার করতে রাজি নয় দেশটি। গেলো বছরই বিতর্কিত ‘নাগোরনো-কারাবাখ’ অঞ্চলের দখলকে ঘিরে ৪৪ দিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ হয়। যেখানে প্রাণ হারান ছয় হাজারের বেশি মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।