রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। দেশটিকে প্রাথমিক অবস্থায় ৭২৩ মিলিয়ন ডলার অর্থাৎ ৭০ কোটি ডলার আর্থিক সহয়তা দেওয়া হচ্ছে। এই অর্থ মূলত ঋণ ও সাহায্য হিসেবে পাচ্ছে ইউক্রেন।
বিশ্বব্যাংক মূলত ইউক্রেনের অর্থনৈতিক বিকাশের জন্য ৩ বিলিয়ন ডলারের একটি কর্মসূচি হাতে নিয়েছে। ব্যাংকটি সে লক্ষ্যেই কাজ করছে বলে জানিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
ম্যালপাস বলেন, ‘বিশ্বব্যাংক দ্রুততার সাথে ইউক্রেনকে সাহায্যের জন্য যা যা করা দরকার তাই করছে। দেশটিকে সহিংসতা ও আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে বিশ্বব্যাংক সোচ্চার রয়েছে।’
বিশ্বব্যাংক কেবল ইউক্রেনকেই নয়, এর প্রতিবেশি রাষ্ট্রগুলোকেও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরে ইউক্রেন থেকে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন শরণার্থী পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
বিশ্বব্যাংক ছাড়াও যুক্তরাজ্যও ইউক্রেনের আর্থিক অবস্থার পুনরুদ্ধারের জন্য ১০০ মিলিয়ন ডলার সহযোগিতা প্যাকেজের ঘোষণা দিয়েছে।
যুদ্ধের ফলে সংকটকালীন অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের পাশে সবসময় বিশ্বব্যাংক রয়েছে বলে জানায় ব্যাংকটির প্রেসিডেন্ট। বিশেষ করে হাসপাতালের সেবাদানকারী কর্মচারী, পেনশনভোগী অবসরপ্রান্ত জ্যেষ্ঠ সম্প্রদায় ও সামাজিক কর্মসূচিতে অর্থের জোগান দিচ্ছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের অনুমোদনকৃত প্যাকেজের ৩৫০ মিলিয়ন ডলার ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। এখানে নেদারল্যান্ডস ও সুইডেন ইউক্রেনের জামানতদার হিসেবে কাজ করছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া, আইল্যান্ড ও জাপান ইউক্রেনকে ২৩৪ মিলিয়ন ডলার অর্থ এককালীন সাহায্য হিসবে দিচ্ছে।
গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যালপাস বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বিশ্বের জন্য এক বড় রকমের বিপর্যয়। যুদ্ধটি এমন সময়ে হচ্ছে যখন সমগ্র বিশ্ব করোনা-পরবর্তী মুদ্রাস্ফীতির পেষণে পিষ্ট।
সূত্র-বিবিসি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।