রাশিয়ার সেনা অভিযানের পর সংকটে পড়া ইউক্রেনকে সহায়তার হাত বাড়িয়েছে ফ্রান্স। দেশটিকে জ্বালানির সাথে প্রতিরক্ষা সরঞ্জাম দেয়ার ঘোষণাও দিয়েছে প্যারিস।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ এক বিবৃতি এ তথ্য দিলেও সহায়তা উপকরণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল রাশিয়াকে টার্গেট করে আরও নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। যাতে তারা ইউরোপের মাটিতে মিথ্যা প্রচার না চালাতে পারে।’
এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়েছেন।
রোববার সকালে মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া সব সময় ইউক্রেনের মানুষের অধিকার নিশ্চিত করতে তাদের পাশে থাকবে। যেভাবে তাদের সহায়তা করা যায়, অস্ট্রেলিয়া সবধরনের চেষ্টাই করবে।’
আগেই ইউক্রেনকে অতি প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছিলো অস্ট্রেলিয়া। এ বিষয়ে মরিসন বলেন, ‘আমরা আমাদের ন্যাটোর মিত্র দেশ বিশেষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে সেখানে প্রাণঘাতী অস্ত্রও পাঠাতে পারি।’
এছাড়া ইউক্রেনীয়দের ভিসা প্রাপ্তির বিষয়টিও সহজ করার বিষয়ে কাজ করছে অস্ট্রেলিয়া প্রশাসন, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মরিসন।
সূত্র: সিএনএন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।