রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

গত মাসে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করে রাশিয়া। এর জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। শুক্রবার স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তে নতুন করে আরও সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া।

অলিম্পিক চলাকালেও মস্কো হামলা চালাতে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা এমন একটি জানালার কাছে রয়েছি যেখানে যে কোনো সময় আগ্রাসন শুরু হতে পারে এবং স্পষ্ট করে বলতে গেলে শীতকালীন অলিম্পিক চলাকালেও এটি ঘটতে পারে।

মেলবোর্নে কোয়াডভুক্ত চার দেশ অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।

সম্মেলন শেষে ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাব্য সব চেষ্টা করেছি। কিন্তু একই সময়ে, আমরা প্রতিরোধ গড়ে তোলা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট হয়েছি এবং রাশিয়াকে এটা স্পষ্ট করে দিয়েছি যে, যদি তারা নতুন করে আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে তাদের চরম পরিণতির মুখোমুখি হবে।’