রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনার কারণে বিশ্বের অনেক দেশ নিজেদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার বা ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকারও ইউক্রেন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
এর অংশ হিসেবে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জানান, ‘পোল্যান্ড সরকার ব্রিফিং করে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের আশ্রয় দেবে বলে জানিয়েছে। তারা ১৫ দিনের জন্য শেনজেন ভিসা দেবে।
ব্রিফিংয়ের পর পরই ইউক্রেন ত্যাগে আগ্রহী বাংলাদেশিদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করতে বলেছি। বাংলাদেশিদের কেউ যদি ইউক্রেন ছেড়ে চলে যেতে চায়, যেতে পারে। যারা থাকতে চান তাদের পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছি’।
এছাড়া খুব প্রয়োজন ছাড়া ইউক্রেনে ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয়েছে এবং বাংলাদেশিদের অবস্থান দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়েছে যেন জরুরি প্রয়োজনে যোগাযোগ করা সম্ভব হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।