জাতিসংঘের সদর দফতরে গত শুক্রবার ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে আমেরিকার প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়লেও রাশিয়ার ভেটোর ফলে তা পাস হয়নি।

প্রথম দফায় ব্যর্থ হলেও আজ সোমবার একই ইস্যুতে আবারও বিশেষ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। খবর আনাদোলুর।

ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের কথা বলেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

কিন্তু গত শুক্রবার নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেই প্রস্তাব খারিজ করে দেয় রাশিয়া। এই পরিপ্রেক্ষিতে রোববার আবারও জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ।

জরুরি ভিত্তিতে বিশেষ এই অধিবেশনে জাতিসংঘের সাধারণ সভার ১৯৩ সদস্যকে সোমবার উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

এর আগে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার খসড়া প্রস্তাবে ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছে ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ভারত এবং চীন।

 

কলমকথা/সাথী