কলম কথা ডেস্কঃ
জনসন এন্ড জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিনের অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৮ বছরের বেশি বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া যাবে।
ইইউ’র হিউম্যান মেডিসিন কমিটি জানিয়েছে, এই ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ এবং করোনা প্রতিরোধে কার্যকরী। আর সবচেয়ে বড় সুবিধা হলো এক ডোজের মাধ্যমেই দেওয়া যাবে। এই ভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করতে ৪৪ হাজারেরও অধিক মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে। যেখানে কার্যকারিতার হার ৬৭ শতাংশ। প্রয়োগের দুই সপ্তাহের মধ্যেই মানবদেহে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এই ভ্যাকসিন।
এই ভ্যাকসিনটি ইইউতে অনুমোদন পাওয়া চতুর্থ ভ্যাকসিন। এর আগে আরো তিনটি কভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইইউ। এগুলো হচ্ছে, ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
সূত্রঃ কালের কন্ঠ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।