অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা কোন ভাবেই থামছে না। গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি)ইউরোপে প্রবেশের চেষ্টাকালে স্পেনের ক্যানারি দ্বীপ থেকে প্রায় ৩০০ অভিবাসীকে উদ্ধার করে দেশটির কোস্ট গার্ডের সদস্যরা। তাদের বেশির ভাগই মরক্কোর নাগরিক।

এক ঘোষণায় জানানো হয়, অভিবাসীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আনা হয়েছে। তাদের বেশির ভাগই মরক্কোর নাগরিক। এদিকে, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর এক বছরের অবৈধভাবে ২২ হাজারের বেশি অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপে আসে।

তবে এর আগের বছর ছিল ২৩ হাজারে ২৭১। গতবছরে শুধু মাত্র পথ পাড়ি দিতে গিয়েই শিশুসহ মারা গেছে প্রায় সাড়ে চার হাজার অভিবাসী।

 

কলমকথা/বিসুলতানা