পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় ইমরান খান সোমবার এ কথা বলেন। খবর দ্য ডনের।
তিনি বলেন, কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির। ইমরান খান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে যা করার তা করে যাব। ১৯৬৫ সালে ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরুর দিনটির স্মরণে পাক সরকার এই দিন প্রতিরক্ষা দিবস পালন করছে।
ইমরান খান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনও ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি মেনে নেয়নি। কিন্তু পাকিস্তান বরাবরই শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।