ফোনে আড়িপাতা ও বিভিন্ন উপায়ে নজরদারির অভিযোগে পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান ইসরায়েলের এনএসও গ্রুপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন কর্তৃপক্ষ এ বিধিনিষেধ আরোপ করে। দেশটির সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের ফোনে আড়ি পাততে স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল নিশ্চিত হয়ে এমন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

খবর এএফপির। বিশ্বের হাজারো মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নির্বাহীকে পেগাসাসের নজরদারির সম্ভাব্য তালিকায় পাওয়া যায়। এরপর গোটা বিশ্বেই বিতর্কের মুখে পড়ে এনএসও গ্রুপ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, বিদেশি রাষ্ট্রগুলোকে নির্বাসিত এবং অভিবাসীদের ওপর নিপীড়নের সুযোগ করে দিয়েছে ফোনে আড়ি পাতা। যুক্তরাষ্ট্রের এই বিধিনিষেধ আরোপের পর কালো তালিকাভুক্তদের কাছে কোনো তথ্য বা প্রযুক্তি বিক্রি বা সরবরাহ করতে পারবে না মার্কিন প্রতিষ্ঠানগুলো।