ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে বাইরে রেখে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করে তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ম্যাচগুলো হবে ৮, ১১ ও ১৪ জানুয়ারি।
একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকায়। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচগুলো হবে ২২, ২৩, ২৬, ২৯ ও ৩০ জানুয়ারি। সিরিজের সব ম্যাচ হবে ব্রিজটাউনে। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস,
জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, জেইডেন সিলস, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও ডেভন টমাস। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : কাইরন পোলার্ড (অধিনায়ক),
নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, জেসন হোল্ডার, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।