করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, মহামারি নির্মূলে এর চেয়ে ভালো অবস্থানে কখনও ছিল না বিশ্ব।

বুধবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডব্লিউএইচওর মহাপরিচালক (ডিজি) সাংবাদিকদের বলেন, ‘মহামারি নির্মূলে এর চেয়ে ভালো অবস্থানে কখনোই ছিলাম না আমরা। আমরা এখনও সে পর্যায়ে (নির্মূল) যাইনি, তবে শেষটা দেখা যাচ্ছে।’

২০১৯ সালের শেষের দিকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে ৬০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬০ কোটি ৬০ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, গত সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন।

এমন পরিস্থিতিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে ডব্লিউএইচর ডিজি বলেন, ‘এই সুযোগকে এখনই কাজে না লাগালে আমাদের আরও ভেরিয়েন্ট, মৃত্যু, বাধা ও অনিশ্চয়তার ঝুঁকিতে থাকতে হবে।’

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গেব্রিয়েসুস। করোনার সংক্রমণ রোধে টিকা শতভাগ কার্যকর নয়, তবে টিকা ও কিছু ওষুধ ভাইরাসের বিস্তার রোধে সহায়ক ভূমিকা রেখেছে।