করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। টানা দুই পরীক্ষায় করোনা পজিটিভ হন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার। করোনা আক্রান্তের পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সৌরভকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কলকাতার দৈনিক আনন্দ বাজার পত্রিকা হাসপাতালের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়গুলো নিশ্চিত করেছে।

তবে সৌরভের করোনা ধরা পড়ে সোমবার সকালে। এরপর আরও নিশ্চিতের জন্য করা হয় দ্বিতীয় পরীক্ষা। এতেও পজিটিভ আসেন তিনি। এদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সৌরভ করোনা পজিটিভ হলেও তার স্ত্রী-কন্যা করোনা নেগেটিভ হয়েছেন।