করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) বিষয়টি টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, কয়েক দিন ধরে আমার খুসখুসে কাশি হচ্ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও সুস্থবোধ করছি।
ওবামা টুইটে আরও জানান, তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফল নেগেটিভ এসেছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।