![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/image-522415-1645335093.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
মহামারি করোনা প্রটোকলের বিরুদ্ধে বিগত ৩ সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকরা কানাডাতে বিক্ষোভ করে যাচ্ছে। অবশেষে পুলিশ জানাল, অবৈধ অবরোধ তারা তুলে দিতে সক্ষম হয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জনসমাগম যাতে না বাড়ে তার জন্য কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বাড়িয়েছে। রাইফেল নিয়ে পুলিশকে প্রতিবাদকারীদের দিকে এগিয়ে যেতে এবং ট্রাকের দরজা ভাঙতে দেখা গেছে।
খবরে আরও বলা হয়েছে, পুলিশ বলপ্রয়োগ করে অবরোধের প্রধান অংশবিশেষ তুলে দিতে সক্ষম হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর এবং সংসদ এলাকায় আন্দোলন বন্ধ করতে ১০০ এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
অটোয়া পুলিশের ভারপ্রাপ্ত প্রধান স্টেভ বেল সাংবাদিকদের বলেন, গত দুইদিনে ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার দিকে পুলিশ প্রধান অবরোধ তুলে দিয়েছে। তবে ক্ষুদ্র একটি অংশ এখনো প্রতিবাদ অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, অবৈধ দখলদারিত্ব শেষ হয়েছে। সম্পূর্ণ অবরোধ তুলে দিতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।