মালয়েশিয়া ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর দিল দেশটির সরকার। আগামী পয়েহেলা মার্চ থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।
দীর্ঘদিন বন্ধ থাকার পরে নতুন করে এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সব বডার এমন ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রাধান মন্ত্রী, বর্তমান মালয়েশিয়া জাতীয় পুনরুদ্ধার কাউন্সিলের ( এনআরসি) চেয়ারম্যান তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।
এ সময় তিনি আরো বলেন, বিদেশি পর্যটকদের অবশ্যই মালয়েশিয়া প্রবেশ করতে হলে দেশটির স্বাস্থ্য মন্ত্রীলয়ের নিদেশনা মানতে হবে।
মালয়েশিয়া প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে কোভিট টেস্ট এর নেগেটিভ রেজাল্ট ও প্রবেশের পরে কোভিট টেস্ট করে নেগেটিভ রেজাল্ট থাকলে তাদের কোয়ারান্টাইন থাকতে হবে না।
এর আগে একটি বৈঠকে মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কাউন্সিল ( এনআরসি) ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদ সীমান্ত খোলার বিষয়টি উপস্থাপন করেন।
যদি ও মালয়েশিয়া প্রতিদিন করোনা রোগী সনাক্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে করোনা নিয়ন্ত্রণে অভিবাসী কর্মী সহ সকলের বুষ্টার ডোজ টিকা দিতে পারলে করো নিয়ন্ত্রণ আসবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।