মেক্সিকোর মধ্যাঞ্চলে যাত্রীবোঝাই একটি গাড়ি উল্টে ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। দেশটির জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত একটি মহাসড়কে গতকাল শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যাত্রীবোঝাই গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরেই সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে ধাকেন।
জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।